দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।
শাসক-বিরোধী ‘চোর’-তরজার মধ্যেই শুক্রবার বিধানসভায় ঘুরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সূত্রে খবর, বিজয়ার পরে বিজেপি বিধায়কদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি বিধানসভায় গিয়েছিলেন। যদিও সেই সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ শুভেন্দুদের বিরুদ্ধে এনেছে, সেই বিতর্কে দলীয় বিধায়কদের পাশেই দাঁড়িয়েছেন দিলীপ। বিধানসভা থেকে বেরোনোর আগে এই প্রশ্নে মেদিনীপুরের সাংসদ বলেছেন, “যাঁরা নিজেরা একাধিক বার ভুল জাতীয় সঙ্গীত গেয়েছেন, জাতীয় সঙ্গীতের সময়ে গল্প করেছেন, চুপ করে থেকেছেন, তাঁরা আজ কোন মুখে জাতীয় সঙ্গীতের অবমাননার কথা বলেন? আমি তো কখনও শুনিনি বিধানসভার ভেতরের বিষয়ে কাউকে পুলিশ ডাকতে! উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) হয়তো যে কোনও ভাবে পুলিশ দিয়ে বিজেপি বিধায়কদের ডেকে পাঠাতে চাইছেন।”