—ফাইল চিত্র।
রাজ্য বিজেপির ‘বিদ্রোহী’দের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শাস্তির সুপারিশ করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপাতত ছুটি নিয়ে বেড়াতে গেলেন। বুধবার তিনি লাদাখ যান। সেখান থেকে কাশ্মীর ঘুরে ১৯ জুলাই দিল্লিতে গিয়ে লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা তাঁর।
দিলীপবাবু এ দিন কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় বলেন, ‘‘দলে যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দিল্লিতে বলেছি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি যা করার করবে।’’ মঙ্গলবার রাতে দিলীপবাবুর একটি ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা দানা বাঁধে। ওই দিন আসানসোলে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে সূর্যাস্তের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন দিলীপবাবু। সঙ্গে লেখেন, ‘‘কখনও কখনও সূর্যাস্ত উপভোগ করতে হয়। কারণ সূর্যাস্ত হলেই নতুন ভোর দেখা যায়।’’ দিলীপবাবু ঘনিষ্ঠ মহল অবশ্য এই সব জল্পনা উড়িয়ে দিয়েছে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য দিলীপবাবুর ছুটিতে যাওয়া সম্পর্কে বলেন, ‘‘দিলীপবাবু লাদাখ এবং কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। একেবারে ব্যক্তিগত সফর। উনি আমাকে বলেছেন, এর আগে দু’বার কাশ্মীর যাওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তাঁর যাওয়া হয়নি। তাই এ বার যাচ্ছেন।’’