আমডাঙার মন্তব্যের পর দিলীপের তির, জ্যোতিপ্রিয় বললেন ‘পাগল’

বারাসত আদালতে একটি মামলার শুনানির পরে বুধবার দিলীপবাবুর মন্তব্য, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই বোমার কারখানা রয়েছে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৬
Share:

তরজা।—ফাইল চিত্র।

আমডাঙায় বিরোধীরা বোমার কারখানা গড়েছে, বাংলাদেশের অস্ত্রও মজুত করেছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। এ বার মন্ত্রীর বাড়িতেই বোমার কারখানা রয়েছে বলে পাল্টা অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বারাসত আদালতে একটি মামলার শুনানির পরে বুধবার দিলীপবাবুর মন্তব্য, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই বোমার কারখানা রয়েছে!’’ জবাবে জ্যোতিপ্রিয়বাবুর প্রতিক্রিয়া, ‘‘দিলীপ ঘোষ আদতে পাগল! ভয় হয়, কোনও দিন না আমাকে কামড়ে দেয়! ওর সুচিকিৎসা দরকার, রাঁচিতে পাঠানো উচিত!’’

Advertisement

আমডাঙায় যে তিনটি পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে বোর্ড গঠন স্থগিত রয়েছে। খাদ্যমন্ত্রীর দাবি, ‘‘দিলীপ যতই চেষ্টা করুক আমডাঙার মরিচা, বোদাই, তাড়াবেড়িয়াতে বোর্ড গঠন করবে তৃণমূলই।’’ পাশাপাশিই তাঁর অভিযোগ, ‘‘আমডাঙার সন্ত্রাসে প্রধান অভিযুক্ত সিপিএমের জাকির বল্লুক যে বিজেপির মদতেই অজমেঢ় শরিফে গা ঢাকা দিয়েছিল, সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement