ফাইল চিত্র।
বিজেপি-র দলীয় দফতরে সাংগাঠনিক বৈঠকে কোনও গন্ডগোল হয়নি। এমনই দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে যুবনেতা রাজু সরকারের সঙ্গে দফতরে কারও কথা কাটাকাটি হয়েছিল এ কথা কার্যত স্বীকার করেছেন তিনি। কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল সে প্রসঙ্গে স্পষ্ট কিছু বলেননি।
দিলীপের কথায়, “ বৈঠকের পরে রাজু অসুস্থ হয়েছিলেন। শুনেছি কারও সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। দফতর থেকে বেরিয়ে গিয়েছিলেন রাজু। ফের দফতরে ফিরে আসেন।তার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, ‘কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে জানি না। ওখানে কারা ছিলেন আমার জানা নেই। আমি এখন দিল্লিতে।” তবে এক জন কার্যকর্তার মৃত্যু দুর্ভাগ্যজনক বলেই জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি।
সোমবার হেস্টিংসে দলের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে বচসা, হাতাহাতি ঘিরে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন যুবনেতা রাজু। তাঁকে প্রথমে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজুর।