নিজস্ব চিত্র।
ওরা থাপ্পড় খায়, আবারও থাপ্পড় খেয়েছে। ওদের চেতনা হওয়া উচিত। এ ভাবেই নন্দীগ্রাম মামলা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করতে ডেবরায় গিয়েছিলেন দিলীপ। ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে পর্যালোচনা এবং দলের কর্মীদের মনোবল বাড়াতেই বৃহস্পতিবারের এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এটাও ঠিক করে দেবে নির্বাচন কমিশনার কে হবে, বিচারক কে হবে। বিচার ব্যবস্থা, সংবিধানের উপর বিশ্বাস নেই যাদের, তারা এ ধরনের কথা বলে।”
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “আজ যাঁরা বিচারপতি, তাঁরা যখন উকিল ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সে কারণে অনেক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক হতে পারেন। তবে যেহেতু তাঁরা আজ বিচারপতি, শপথ নিয়েছেন সংবিধানের, তাঁদের উপর আমাদের পুরো ভরসা আছে।” দিলীপের দাবি, এই মামলা তৃণমূল হারবে। খুব নিম্নমানের রাজনীতি করছে তারা। সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থা নিয়ে সন্দেহের বীজ বপন করছে।
এর পরই বিজেপি-র রাজ্য সভাপতি তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য করেন, “ওরা থাপ্পড় খায়, আবারও থাপ্পড় খেয়েছে। ওদের চেতনা হওয়া উচিত।” তবে আদালতের প্রতি বিজেপি-র বিশ্বাস রয়েছে বলেই দাবি করেছেন দিলীপ।
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “আজ যাঁরা বিচারপতি, তাঁরা যখন উকিল ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সে কারণে অনেক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক হতে পারেন। তবে যেহেতু তাঁরা আজ বিচারপতি, শপথ নিয়েছেন সংবিধানের, তাঁদের উপর আমাদের পুরো ভরসা আছে।” দিলীপের দাবি, এই মামলা তৃণমূল হারবে। খুব নিম্নমানের রাজনীতি করছে তারা। সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থা নিয়ে সন্দেহের বীজ বপন করছে।
এর পরই বিজেপি-র রাজ্য সভাপতি তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য করেন, “ওরা থাপ্পড় খায়, আবারও থাপ্পড় খেয়েছে। ওদের চেতনা হওয়া উচিত।” তবে আদালতের প্রতি বিজেপি-র বিশ্বাস রয়েছে বলেই দাবি করেছেন দিলীপ।