দিলীপ, অধীর, ফিরহাদ। ফাইল চিত্র।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং অধুনা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একই দিনে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করলেন, বিজেপি থেকে ‘অভাবনীয় কোনও বড় নাম’ ফের তৃণমূলে যোগ দিতে চলেছেন।
দিলীপ বৃহস্পতিবার জঙ্গিপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যান। পথে বহরমপুরে তিনি বলেন, ‘‘অধীরবাবু হয়তো রাস্তা খুঁজছেন। ডুবন্ত নৌকোটা ছেড়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা যেমন ডুবে গেছে, তেমনই ওটাও ফুটো হয়ে গেছে, যেটাতে যেতে চাইছেন। একটাই নিরাপদ জায়গা আছে— ভারতীয় জনতা পার্টি।’’ দিলীপের বক্তব্যের জবাবে অধীরের তীব্র কটাক্ষ, ‘‘কেউ কি আমার অভিভাবক? এরা রাজনৈতিক লাফাঙ্গা। এদের কথার জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি না। আমি পাঁচ বারের সাংসদ। কী করতে হবে না হবে, আমি জানি।’’
অন্য দিকে, ফিরহাদ এ দিন কলকাতায় বলেন, ‘‘বিজেপি ছেড়ে এমন এক জন তৃণমূলে আসছেন, যেটা কেউ ভাবতেও পারছেন না।’’ জবাবে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, ‘‘আমাদের মনে হয়, যাঁরা বিজেপির নীতি-আদর্শ নিয়ে দলটা করেন, তাঁরা কেউ ছেড়ে যাবেন না। আপনাদের কোনও সমস্যা থাকলে আসুন। আমরা বসে আলোচনা করব। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আলোচনা করেই সম্ভব।’’