ফাইল ছবি
রাজ্য পুলিশের পদস্থ কর্তারা নিজের দায়িত্বে থাকা এলাকায় থাকছেন না। থাকছেন কলকাতায়। এ নিয়ে মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, ‘‘আমার কাছে একটা কমপ্লেন হচ্ছে যে, ডিআইজি, আইজি-রা সারাক্ষণ কলকাতায় থাকে। জেলাতে কম থাকে। যখন ডিআইজি, আইজি কেউ পোস্টিং হল, একটা সিস্টেম করা উচিত। সেটা হচ্ছে, তারা জেলায় থাকবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘১৫ দিনে একদিন গেল বৌয়ের সঙ্গে বা মায়ের সঙ্গে দেখা করে এল, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু তাকে এলাকায় থাকতে হবে। যে এলাকায় থাকবে না, কলকাতায় তার বাড়িগুলো কেটে দেব!’’ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়কে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‘একটা সিস্টেম করো। ডিআইজি, আইজি যারা আছে, তাদের এলাকায় থাকতে হবে। যখন আমি এলাম কিংবা কোনও ঘটনা ঘটল, তখন এলাকায় এলাম, এটা হবে না।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে আরও বেশি নজর রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করিয়েছেন, বিহারে বন্দুক তৈরির কারখানা আছে। জঙ্গলমহলের পাশে ঝাড়খণ্ড সীমানা আছে। অনেক সময়ে
দুষ্কৃতীরা ট্রেনে আসে। তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকে। পুলিশকে মমতার নির্দেশ, ‘‘তোমাদের নজর রাখতে হবে রেলে করে ওরা আসছে কি না। জিআরপি এ সব দেখে বলে মনে হয় না। ট্রেনেও তোমরা মাঝে মাঝে নাকা চেকিং করবে।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘অবশ্য ট্রেনে পালং শাকের মধ্যে বন্দুক থাকলে বুঝতেও পারবে না!’’