আমাদের মূল মন্ত্র সততা, খানাকুলে বললেন পার্থ

বিজেপি-কংগ্রেসের নীতি এক: বুদ্ধ

কেন্দ্রের নানা জনবিরোধী নীতি গত দশ বছর ধরে সমর্থন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়— মুখ্যমন্ত্রীর নাম না করেও এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার শ্রীরামপুরের আরএমএস ময়দানে দলের প্রার্থী তীর্থঙ্কর রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বাম নেতা নরেন দে, সুদর্শন রায়চৌধুরী, মনোজ ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর ও খানাকুল শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০২:০৪
Share:

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী। খানাকুলে তৃণমূলের মহাসচিব। —নিজস্ব চিত্র।

কেন্দ্রের নানা জনবিরোধী নীতি গত দশ বছর ধরে সমর্থন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়— মুখ্যমন্ত্রীর নাম না করেও এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার শ্রীরামপুরের আরএমএস ময়দানে দলের প্রার্থী তীর্থঙ্কর রায়ের সমর্থনে নির্বাচনী সভা করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বাম নেতা নরেন দে, সুদর্শন রায়চৌধুরী, মনোজ ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

বুদ্ধবাবু এ দিন শুরু থেকেই সরব ছিলেন বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। মোদীর সম্পর্কে তাঁর মূল্যায়ণ, “মাথায় পাগড়ি, হাতে তলোয়ার, কী ভয়ঙ্কর ব্যাপার।” বিজেপি এবং কংগ্রেসের মধ্যে নীতিগত কোনও ভেদ নেই বলেও কটাক্ষ করেন তিনি। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে সঙ্গে আরএসএসকেও মেনে নিতে হবে বলে দলের কর্মী-সমর্থকদের হুঁশিয়ার করেন প্রবীন বাম নেতা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও এ দিন তৃণমূল সরকারের সমালোচনা করেছেন তিনি। দলের নবীন প্রার্থী তীর্থঙ্কর রায়কে পাশে নিয়ে আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য আবার বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ীর নাম না করে তাঁকেও বিঁধেছেন। তিনি বলেন, “আমাদের প্রার্থী তীর্থঙ্করের কী নেই জানেন? গলায় মোটা মোটা সোনার চেন নেই। আর ও ঝুরি ঝুরি মিথ্যে বলতে পারবে না।”

খানাকুলের চব্বিশপুর বাজারে এ দিন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে সভা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বাম আমলে এই এলাকায় সন্ত্রাসের প্রসঙ্গ তোলেন তিনি। পার্থবাবু বলেন, “সিপিএমের আমলে আরামবাগে এত খুন হত, প্রতি মাসে আমাকে মৃতদেহ বয়ে আনতে হত।” তৃণমূলের আমলে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি দিয়ে পার্থবাবু বলেন, “শীত-গ্রীষ্ম-ভরসা মমতাই ভরসা। আমাদের মূল মন্ত্র সততা, স্বচ্ছতা ও দ্রুততা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement