আবির, লাড্ডুতে উৎসবের আয়োজন বিজেপি-র

কোথাও বাজানো হবে কয়েকশো শাঁখ। কোথাও সূর্য পশ্চিমে ঢলতেই শুরু হবে উলুধ্বনি। উড়বে আবির। থাকছে মিষ্টিমুখের ব্যবস্থাও। আজ, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নেবেন নরেন্দ্র মোদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০১৪ ০২:০২
Share:

কোথাও বাজানো হবে কয়েকশো শাঁখ। কোথাও সূর্য পশ্চিমে ঢলতেই শুরু হবে উলুধ্বনি। উড়বে আবির। থাকছে মিষ্টিমুখের ব্যবস্থাও।

Advertisement

আজ, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজ্যের বিভিন্ন জেলার মতো হাওড়া-হুগলির নানা প্রান্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় উৎসবের আয়োজন করে ফেলেছেন বিজেপি নেতৃত্ব। শপথ গ্রহণ দেখানোর জন্যও এলাহি আয়োজন করা হচ্ছে দুই জেলায়। রবিবার দিনভর সেই প্রস্তুতিতেই ব্যস্ত রইলেন দলের নেতা-কর্মীরা। হাওড়া সদর এলাকার মাসিলা, চামরাইল, মন্দিরতলা, পঞ্চাননতলা, জগদীশপুর-সহ ২২টি জায়গায় এলইডি টিভি বসানো হচ্ছে। জগদীশপুরে বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে স্বাগত জানাতে বিজেপি-র মহিলা কর্মী-সমর্থকরা লাল পাড় সাদা শাড়ি পরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দেবেন। বিজেপি-র হাওড়া সদর জেলার সাধারণ সম্পাদক দেবাঞ্জল চট্টোপাধ্যায় জানিয়েছেন, নানা জায়গায় পথচলতি মানুষকে লাড্ডু বিলি করা হবে। আতসবাজি পোড়ানো হবে। চলবে আবির খেলাও। হাওড়ার গ্রামীণ এলাকাতেও প্রায় একই ছবি দেখা যাবে। শপথ গ্রহণ দেখানোর জন্য উলুবেড়িয়া শহরের যদুরবেড়িয়া, কালীনগর, গরুহাটা মোড়, কালীবাড়ি, কাঠিলার মতো বেশ কিছু এলাকায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। দর্শকদের জন্য থাকছে লাড্ডু এবং চা-জল। ইতিমধ্যে উলুবেড়িয়া শহরের বিভিন্ন এলাকা ছেয়ে গিয়েছে মোদীর বড় বড় কাট-আউটে। আজ, কাট-আউটগুলি আলোতে সাজানো হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দলের হাওড়া (গ্রামীণ) জেলা সভাপতি গৌতম রায় জানান, জেলার বিভিন্ন এলাকায় একই রকম কর্মসূচি নিতে বলা হয়েছে স্থানীয় নেতৃত্বকে। হুগলিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা সদর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। এখানে সকাল থেকেই দেশাত্মবোধক গান চলবে। আনুষ্ঠানিক ভাবে মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার মূহূর্তে মহিলারা শাঁখ বাজাবেন। তার পরেই লাড্ডু দিয়ে মিষ্টিমুখ। দলের জেলা নেতা স্বপন পালের দাবি, “অনুষ্ঠানে বিভিন্ন দলের কয়েকশো লোক বিজেপিতে যোগ দেবেন। এমনকী, এতদিন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে থাকা নতুন প্রজন্মের বেশ কিছু ছেলেমেয়েও এ দিন দলে যোগ দেবেন।” পাণ্ডুয়া, মগরা, চাঁপদানি, উত্তরপাড়া, ডানকুনি-সহ নানা জায়গায় বড় পর্দায় দিল্লির অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পাণ্ডুয়ায় মিছিল করবে বিজেপি। শ্রীরামপুরে দলের জেলা কার্যালয় থেকেও সন্ধ্যায় লাড্ডু বিতরণ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement