কাকদ্বীপে ধর্ষণ: কেস ডায়েরি চাইল হাইকোর্ট

কাকদ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। ২১ নভেম্বর ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। তার জেরে সিআইডি তদন্তের দাবি তুলে গত ২৩ নভেম্বর জনস্বার্থে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ২২:৪৭
Share:

কাকদ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। ২১ নভেম্বর ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। তার জেরে সিআইডি তদন্তের দাবি তুলে গত ২৩ নভেম্বর জনস্বার্থে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

Advertisement

শুক্রবার ওই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর আদালতে। শুনানি শুরু হতেই মামলার আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারকে মামলার কেস ডায়েরি দাখিল করতে বলুক আদালত। সরকারি আইনজীবী তপন মুখোপাধ্যায় জানান, কেস ডায়েরি দাখিল করতে রাজ্যের তরফে কোনও অসুবিধা নেই। তা জেনে প্রধান বিচারপতি তপনবাবুকে নির্দেশ দেন, আগামী শুক্রবার, মামলার পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি দাখিল করতে।

মামলার আবেদনে ঘটনার তদন্তে সিআইডি-র বিশেষ তদন্ত দল গড়ার দাবি পাশাপাশি ওই ছাত্রীর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে এ দিন আইনজীবী বিকাশবাবু জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement