TMC MLA

হুইপ সত্ত্বেও অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি, মমতা ফিরলে বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ

ঠিক হয়েছিল, তালিকা তৈরির পর ২৯ মার্চ তৃণমূল ভবনে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী সপ্তাহের শুরুতেই মুসলিম ধর্মাবলম্বীদের ইদ উৎসব। এই কারণে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১২:৩০
Share:
assembly

—ফাইল চিত্র।

হুইপ অমান্য করে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন যে সব বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাঁদের তালিকা তৈরি করে ফেলল তৃণমূলের পরিষদীয় দল। বিধানসভা সূত্রে খবর, স্পিকারের দফতর থেকে আগাম ছুটির আবেদন জানিয়ে থাকা বিধায়কদের তালিকা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূলের পরিষদীয় দল সূত্রে খবর, ৩০ জনের বেশি বিধায়ক বাজেট অধিবেশনের শেষ দিন অনুপস্থিত ছিলেন। কেন দলীয় নির্দেশ অমান্য করে ওই দু’দিন অনুপস্থিত থেকেছেন তাঁরা, সেই বিষয়ে স্পষ্ট জবাব চাইছে দল। তাই অনুপস্থিত বিধায়কদের নামের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ছুটিতে থাকা বিধায়কদের সংখ্যা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই জানাচ্ছে তৃণমূল পরিষদীয় দলের একটি সূত্র।

Advertisement

ঠিক হয়েছিল, তালিকা তৈরির পর ২৯ মার্চ তৃণমূল ভবনে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী সপ্তাহের শুরুতেই মুসলিম ধর্মাবলম্বীদের ইদ উৎসব। এই কারণে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। তার আগে যাবতীয় কাজকর্ম সেরে রাখতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। মুখ্য সচেতক নির্মল ঘোষ দ্রুততার সঙ্গে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন নিজের দফতরকে। তাঁর দফতর এই বিষয়ে নিজের কাজ সেরে ফেলেছে বলেই তৃণমূল সূত্রে খবর। আর স্পিকারের দফতর এই বিষয়ে নিজেদের তথ্য পরিষদীয় দলকে দিলেই একে একে বিধায়কদের ডেকে পাঠিয়ে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। মনে করা হচ্ছে, ইদের পরেই এ বিষয়ে পদক্ষেপ করবেন তৃণমূল নেতৃত্ব।

বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে রয়েছেন। ইদের আগেই তিনি রাজ্যে ফিরবেন। দলের সর্বোচ্চ নেত্রী কলকাতায় থাকাকালীন এই প্রক্রিয়া শুরু করতে চান পরিষদীয়মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তবে তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ এই বর্ষীয়ান রাজনীতিক। এ প্রসঙ্গে মুখ্য সচেতক নির্মল ঘোষের বক্তব্য, ‘‘আমরা সকলেই বিধায়ক হয়েছি দলের প্রতীক নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তাই দলের সব নির্দেশ মানতে আমরা বাধ্য, বাজেট অধিবেশনের শেষ দু’দিন চারটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছিল। যে কারণে বিধায়কদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। বিধায়ক হয়ে গিয়েছি বলে দলের নির্দেশ মানব না, এমনটা হতে পারে না। তাই দলের শৃঙ্খলারক্ষা কমিটি বিধায়কদের কাছে জবাব চাইতেই পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement