All India Forward Bloc

‘দেশপ্রেম’ বিজ্ঞপ্তি কার্যকর করার দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৫:২৮
Share:

ফাইল চিত্র।

রাজ্যে ১০ বছর আগে বামফ্রন্ট সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। প্রথা মেনে রাজ্যপালের নামে জারি করা সেই বিজ্ঞপ্তি সরকার বদলের পরে বাতিল করা হয়নি। সেই বিজ্ঞপ্তি মেনেই রাজ্যে ‘দেশপ্রেম দিবস’ পালনের দাবি তুললেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কেন্দ্র ওই দাবি মানেনি। কিন্তু রাজ্য সরকার সহজেই নেতাজিকে নিয়ে এই দাবির স্বীকৃতি দিতে পারে। নেতাজির ১২৫ বছর পূর্তি উদযাপনের জন্য গঠিত কমিটির ডাকে আজ, শনিবার মহাজাতি সদন থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে থাকবেন বাম ও কংগ্রেস নেতারা। তৃণমূল নেতারাও আছেন কমিটিতে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ তার আগেই মিছিল আছে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত। পাশাপাশি, ছাত্র, যুব, মহিলাদের নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এলগিন রোডে নেতাজির বাড়ি হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে ডিএসও, ডিওয়াইও, এমএসএস-সহ এসইউসি-র নানা গণসংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement