PSU

পথে বাধা, ছাত্র সংগঠন রাজভবনে

অস্থায়ী ম্যাটাডোর-মঞ্চে সভা চলতে থাকে, একটি প্রতিনিধিদল যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৩
Share:

পিএসইউ এর মিছিল। পরে রাজ্যপালের কাছে।—নিজস্ব চিত্র।

শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধির প্রতিবাদে এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় রাজভবন অভিযান করল আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে ওয়েলিংটন হয়ে ধর্মতলার দিকে এগোনোর পথে মঙ্গলবার এস এন ব্যানার্জি রোডে কারিগরি ভবনের সামনে পিএসইউ-এর মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়েন ছাত্র-ছাত্রীরা। অস্থায়ী ম্যাটাডোর-মঞ্চে সভা চলতে থাকে, একটি প্রতিনিধিদল যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে। পরে পিএসইউ-এর রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা বলেন, ‘‘রাজ্যপাল আমাদের কথা শুনেছেন কিন্তু তিনি কী পদক্ষেপ করবেন, সেই বিষয়ে আমরা সন্দিহান! শিক্ষায় ফি বৃদ্ধির প্রতিবাদে এবং সিএএ, এনআরসি-র বিরোধিতায় ছাত্র-ছাত্রীদের আন্দোলন জারি থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement