Weather

নিম্নচাপ গেল বাংলাদেশে

হঠাই মুখ ফেরাল কেন নিম্নচাপ? আবহবিদদের ব্যাখ্যা, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারিত হয় বায়ুর উচ্চস্তরের অভিমুখের উপরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০২:২১
Share:

ফাইল চিত্র।

শেষ লগ্নে ভোল বদলাল আবহাওয়া। গভীর নিম্নচাপ বঙ্গে হানা দেওয়ার ঠিক আগে মুখ ঘুরিয়ে রওনা দিল বাংলাদেশের দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পথ বদলের ফলে আজ, অষ্টমী থেকেই জোরালো বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। বাংলাদেশে ঢোকার পরে নিম্নচাপটি দুর্বল হতে শুরু করেছে। ফলে পুজোয় মন খারাপের মেঘলা আকাশ বঙ্গবাসীকে দেখতে হবে না বলেই মনে করছেন আবহবিদেরা।

Advertisement

হঠাই মুখ ফেরাল কেন নিম্নচাপ? আবহবিদদের ব্যাখ্যা, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারিত হয় বায়ুর উচ্চস্তরের অভিমুখের উপরে। সেই অভিমুখ বদলানোর ফলেই নিম্নচাপটি বেশি বাঁক নিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছে। আজ, শনিবার থেকে মেঘের আবরণ কমতে শুরু করলে ফের শরতের নীল আকাশ উঁকি দেবে। পুজোর পরেই বর্ষা বিদায় নেবে কি না, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement