রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতীকী ছবি।
ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে মন্ত্রী অভিযোগ করেছেন যে, ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে তথ্য দিচ্ছে না রাজ্য। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের ‘ব্যর্থতা’ তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মান্ডবীয়কে সোমবার চিঠি লিখে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডেঙ্গি পরিস্থিতিকে ‘মহামারি’ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সেই চিঠি ঘিরে রাজ্যে শাসক-বিরোধী তরজা শুরু হয়। এই আবহে কলকাতায় এসে ডেঙ্গি নিয়ে যে ভাবে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তা এই পর্বে নয়া মাত্রা যোগ করল।
শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘ডেঙ্গি নিয়ে প্রতিনিয়ত কেন্দ্র সরকার রাজ্যগুলোকে নির্দেশ দিচ্ছে। কিন্তু এখনও বাংলার সরকার ডেঙ্গি নিয়ে কোনও তথ্য দেয়নি কেন্দ্রকে। কত জন রোগী রয়েছেন, তা জানানো হয়নি। এ ব্যাপারে রাজ্যের উচিত কেন্দ্রকে জানানো।’’ তিনি আরও বলেন যে, কেন্দ্র ও রাজ্য সরকারকে মানুষের সেবা করতে হবে। তাই রাজ্যের উচিত মানুষের দিকে তাকানো। অবিলম্বে ডেঙ্গি সংক্রান্ত তথ্য যাতে কেন্দ্রকে জানানো হয়, সেই আর্জি রেখেছেন মন্ত্রী।
যদিও কেন্দ্রকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য জানানোয় রাজ্যের কোনও বাধ্যবাধকতা নেই বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘কেন্দ্রকে জানানোর কোনও বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকার যথেষ্ট দায়িত্বশীল।’’ ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকার যে তৎপরতার সঙ্গে কাজ করছে, সে কথাও বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের চেষ্টার কোনও ত্রুটি নেই। তবে মানুষের সচেতন হওয়া জরুরি।’’