ফাইল চিত্র।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল। রবিবারের পরিসংখ্যা তা ছিল প্রায় আটশোর কাছে। সোমবার তা কমে সাতশোর নীচে নামল। তবে হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। বর্তমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২১ জন। প্রসঙ্গত, রবিবারের পরিসংখ্যানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৯২ জন। শনিবার ছিল ৯৭৮ জন। অর্থাৎ, পর পর দু’দিন কমল রাজ্য়ে দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় ডেঙ্গি পরিস্থিতির খানিক উন্নতি হলেও কলকাতায় খুব বেশি উন্নতি হয়নি। উদ্বেগ রয়েছে জলপাইগুড়ি ও বাঁকুড়া জেলা নিয়েও।