ফাইল চিত্র
স্থানীয় দাবির ভিত্তিতে জেলায় জেলায় এ বার নবান্ন অভিযানের ধাঁচে কর্মসূচি নেবে বামেরা। ভাঙড়ের অবরুদ্ধ আন্দোলনকারীদের জন্য মঙ্গলবার কলকাতায় অর্থ সংগ্রহে নেমেছিল ১৭টি বাম দল। বালিগঞ্জে সংগ্রহ অভিযানের নেতৃত্বে ছিলেন বিমান বসু। শ্যামবাজারে ওই অভিযানে অংশ নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের হুঁশিয়ারি, ‘‘রাজ্যে শারদোৎসবের ছুটি শুরু হওয়ার আগেই জেলায় জেলায় সংগঠিত হবে ‘নবান্ন অভিযান’। তার জন্য প্রস্তুত থাকুন মুখ্যমন্ত্রী!’’ সূর্যবাবুর অভিযোগ, ‘‘রাজ্যের নানা প্রান্তেই মানুষের প্রতিবাদ-প্রতিরোধের আন্দোলনের উপরে পুলিশের গুলি চলছে অথচ মুখ্যমন্ত্রী বলেই চলেছেন, গুলি চলেনি!’’ বামেদের অভিযোগ, ভাঙড়-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে গত ১৩ মাসে ‘শহিদ’ হয়েছেন ৭ জন। কিন্তু সরকার কোনও গুলিচালনাই স্বীকার করেনি।