—প্রতিনিধিত্বমূলক ছবি।
শনিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে আইপিএল। আর শনিবার দুপুরে কলকাতা পুরসভার অধিবেশনে আইপিএলের বিনোদন কর বাড়ানোর দাবি জানানো হল। পুর অধিবেশনের প্রস্তাব পর্বে এই বিষয়টি তুলে ধরেন ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তথা প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে। সেই সঙ্গে তিনি দাবি করেন, কলকাতা পুরসভার কাউন্সিলরদের আইপিএল খেলা দেখার জন্য টিকিট দেওয়া হোক। এ বিষয়ে পুরসভাকে উদ্যোগী হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র সঙ্গেও কথা বলতে অনুরোধ করেন বিশ্বরূপ। অধিবেশনে উপস্থিত কাউন্সিলরেরা টেবিল চাপড়ে বিশ্বরূপের এই প্রস্তাবকে সমর্থন করেন।
নিজের প্রস্তাবে বিশ্বরূপ বলেন, ‘‘আইপিএল যে হেতু একটি বিনোদনযুক্ত পেশাদার ক্রিকেট লিগ, সে হেতু আর্ন্তজাতিক ক্রিকেটের থেকে এটি অনেকটাই আর্থিক ভাবে সমৃদ্ধ। আইপিএলের টিকিটের দাম আর্ন্তজাতিক ক্রিকেটের থেকে অনেকটাই বেশি। উদাহরণস্বরূপ আর্ন্তজাতিক ক্রিকেট খেলার সময় ইডেনে বি এবং এল ব্লকের টিকিটের ছিল ২৫০০ টাকা। কিন্তু আইপিএলের ক্ষেত্রে সেই একই ব্লকের টিকিটের দাম ৫০০০ টাকা।’’ তিনি আরও বলেন, ‘‘আর্ন্তজাতিক ক্রিকেটের ক্ষেত্রে ক্লাব হাউসের বা প্রিমিয়াম টিকিটের কোনও মূল্য থাকে না। অথচ, আইপিএলের ক্ষেত্রে সেই একই টিকিটের মূল্য ৬০০০ থেকে ১৫০০০ হাজার টাকা। আমর প্রস্তাব এই যে, কলকাতা পুরসভার বিধি অনুযায়ী রিয়্যালিটি শোয়ের জন্য আসনপিছু এখন ৫০ টাকা বিনোদন কর ধার্য আছে, আইপিএলের ক্ষেত্রেও তা-ই করা উচিত।’’
কলকাতা পুরসভার তরফে এই প্রস্তাবের পক্ষে জবাব দেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। তিনি বলেন, ‘‘বিশ্বরূপ দীর্ঘ দিন সিএবির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজেই এই কাজ করে যেতে পারতেন। তা হলে আজ এই প্রস্তাব দিতে হত না।’’ সেই সময় নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বিশ্বরূপ বলেন, ‘‘তখন আমি ভুল করেছিলাম।’’ এর পর দেবাশিস তাঁর জবাবে বলেন, ‘‘মহানাগরিকের নির্দেশে কলকাতা পুরসভার কমিশনার সিএবির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। সিএবি সভাপতি এসেছিলেন, পুরসভার কমিশনের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। বকেয়া টাকা নিয়ে আলোচনা হয়েছে। কবে পাওয়া যাবে, পাওয়া যাবে কি না, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমরা বিশ্বাস করি কর পাওয়ার অধিকার পুরসভার আছে। আইন অনুযায়ী পুরসভা তা পাওয়ার চেষ্টাও করছে।’’
মেয়র পারিষদ দেবাশিস বলেছেন, ‘‘ইডেনে খেলার নিয়মমাফিক কর আমরা পাব। কিন্তু আমরা এমন কোনও পদক্ষেপ করতে পারি না, যা কলকাতার বুকে হওয়া ক্রিকেটকে আঘাত করে। সারা বিশ্বে আইপিএল খেলাটি খুব জনপ্রিয়। তাই আমরা এমন কোনও পদক্ষেপ করতে পারি না যাতে খেলার মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়।’’ কলকাতা পুরসভা সূত্রে খবর, সিএবির কাছে কর বাবদ প্রায় ৮৪ কোটি টাকা পায় কলকাতা পুরসভা।
টিকিট প্রসঙ্গে কাউন্সলিরদের দেবাশিস জানিয়েছেন, এ বারও সিএবি তাদের আইপিএলের টিকিট পাঠানোর কথা বলেছিল। সে ক্ষেত্রে টিকিটের মূল্য ছিল ৩৫০০ টাকা এবং ৫০০০ টাকা। তাই এত দামের টিকিট নেওয়ার সাহস তিনি পাননি। কম দামের টিকিট সিএবি অন্য বার পাঠালেও এ বার তা পাঠায়নি। যে কারণে কাউন্সিলরদের টিকিট দেওয়া সম্ভব হয়নি।