দুই জায়গা মিলিয়ে উদ্ধার ১৮০০ বোতল
Kaliganj

নিষিদ্ধ ওষুধ ‘পাচার’, ধৃত ৫

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পায় পুলিশ। বর্ধমান-নদিয়ার বল্লভপাড়া ফেরিঘাট পেরতেই পুলিশ দু’টি ছোট গাড়িকে আটক করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ০৯:৪২
Share:
কাশির নিষিদ্ধ সিরাপ উদ্ধার। কালীগঞ্জের জুড়ানপুরে।

কাশির নিষিদ্ধ সিরাপ উদ্ধার। কালীগঞ্জের জুড়ানপুরে। নিজস্ব চিত্র।

প্রায় তেরোশো বোতল কাশির নিষিদ্ধ সিরাপ উদ্ধার-সহ পাঁচ জনকে গ্রেফতার করল কালীগঞ্জ থানার জুড়ানপুর ফাঁড়ির পুলিশ। শনিবার সন্ধ্যায় গোবরা গ্রাম পঞ্চায়েতের বল্লভপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতেরা হল সাদ্দাম হোসেন, মুর্শিদাবাদের বাসিন্দা সোহেল মণ্ডল ও জাকিরুল বিশ্বাস, গণিরুল মোল্লা, নদিয়ার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা মরজেল শেখ। ধৃতদের রবিবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার ফের তাদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হবে। এর পাশাপাশি, বল্লভপাড়া ঘাটে চোরাই সামগ্রীর দুই গাড়ি আটক করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পায় পুলিশ। বর্ধমান-নদিয়ার বল্লভপাড়া ফেরিঘাট পেরতেই পুলিশ দু’টি ছোট গাড়িকে আটক করে। পরে ওই গাড়ি দু’টিতে তল্লাশি চালালে দেখা যায়, গাড়ির ভিতরে কায়দা করে লুকিয়ে কাশির নিষিদ্ধ ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছোট গাড়ির ছাদে অতিরিক্ত ক্যাবিনেট বানিয়ে ওই অবৈধ নেশাদ্রব্য ভর্তি করা হয়েছিল। ওই সকল কাশির অবৈধ ওষুধ করিমপুরের মুরুটিয়া হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা ছিল বলে তদন্তে জানা গিয়েছে।

নদিয়া-বর্ধমান জেলার বল্লভপাড়া ফেরিঘাট ব্যস্ততম এলাকা। এই ফেরিঘাট দিয়ে অতীতেও অনেক অবৈধ কারবারি জিনিসপত্র পারাপার হয়েছে। তাই পুলিশ এই ফেরিঘাটের উপরে বিশেষ নজরদারি চালায়। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, “কালীগঞ্জ এলাকা দিয়ে অবৈধ ভাবে কাশির নিষিদ্ধ সিরাপ পাচারের সময়ে পাঁচ জন পাচারকারী-সহ কাশির ওষুধ ধরা পড়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পাচারের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

পাশাপাশি, কাশির নিষিদ্ধ ওষুধ উদ্ধার হয় হোগলবেড়িয়াতেও। শনিবার রাতে পুলিশ নাসিরের পাড়া এলাকায় তিন ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ৪৯৫ বোতল নেশাদ্রব্য উদ্ধার করা হয়। সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ তদন্তে জেনেছে। রবিবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement