Mahalaya 2024

স্মৃতি-তর্পণে স্বর আন্দোলনেরই

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে লাগাতার সমর্থন জানানো সিনিয়র চিকিৎসকদের বড় অংশই সেখানে যোগ দিয়েছিলেন। ছিলেন চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়, মানস গুমটা, তমোনাশ ভট্টাচার্য, তমোনাশ চৌধুরী, কে ডি ঘোষ প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৪:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মহালয়ার সন্ধ্যায় ব্যারাকপুর প্রতিবাদী মঞ্চ আয়োজিত আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার স্মৃতি-তর্পণের কর্মসূচি থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা ফের উঠে এল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে লাগাতার সমর্থন জানানো সিনিয়র চিকিৎসকদের বড় অংশই সেখানে যোগ দিয়েছিলেন। ছিলেন চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়, মানস গুমটা, তমোনাশ ভট্টাচার্য, তমোনাশ চৌধুরী, কে ডি ঘোষ প্রমুখ। তাঁদের সবারই এক সুরে বক্তব্য, আর জি কর-কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতির শেষ যত দিন না হচ্ছে, তত দিন এই আন্দোলন চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement