ভিডিওর সঙ্গে যোগ নেই, জানাল সেনা

গত দু-তিন দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতাকে ভারতীয় গোর্খা সেনাদের কড়া বার্তা’— এই শিরোনামে একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাসে একদল ব্যক্তি গোর্খাল্যান্ডের পক্ষে স্লোগান দিচ্ছেন। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এক ব্যক্তি বলছেন, ‘‘কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন অভিযানে আমরা ছিলাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৫:৪৪
Share:

গোর্খা রেজিমেন্টের নাম করে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করার যে ভি়ডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনও যোগ নেই বলে জানিয়ে দিল সেনা। বৃহস্পতিবার সেনার তরফে জানানো হয়েছে, দেশের বাইরেও অনেক নিরাপত্তা সংস্থায় গোর্খারা চাকরি করেন, সে রকমই কোথাও এই ভিডিও তৈরি করা হয়ে থাকতে পারে।

Advertisement

গত দু-তিন দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতাকে ভারতীয় গোর্খা সেনাদের কড়া বার্তা’— এই শিরোনামে একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাসে একদল ব্যক্তি গোর্খাল্যান্ডের পক্ষে স্লোগান দিচ্ছেন। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এক ব্যক্তি বলছেন, ‘‘কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন অভিযানে আমরা ছিলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কী পুরস্কার পেয়েছি? আমাদের বরং সন্ত্রাসবাদীদের দলে ঢুকিয়ে দেওয়া হয়েছে।’’ দার্জিলিঙে পুলিশ-জনতা সংঘর্ষে মৃত্যুর প্রতিবাদ করে তাঁর হুঁশিয়ারি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমরাও গুলি চালাতে জানি।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি বিবেচনা করার আবেদন জানিয়ে ভিডিওটি শেষ হয়। সেনার তরফে অবশ্য স্পষ্টই জানানো হয়েছে, এই ভিডিওর সঙ্গে ভারতীয় সেনার যোগ নেই। সেনার এক আধিকারিক জানিয়েছেন, ভিডিওতে যে পোশাক ওই ব্যক্তিরা পরে আছেন, সেই পোশাক ভারতীয় সেনা ব্যবহার করে না। ভিডিওতে দেখানো সেনাদের পরিচয়পত্রের সঙ্গে ভারতীয় সেনার পরিচয়পত্রের মিল নেই। এমনকী, যে ছোট বাসটিতে ভিডিওটি তোলা হয়েছে সেই কোম্পানির যানবাহনও ভারতীয় সেনা ব্যবহার করে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement