CPM

পরিবহণের দাবি

সাধারণ মানুষের কাজে পৌঁছনোর সুরাহা করতে কোভিড বিধি মেনে গণপরিবহণ চালু করার দাবি তুলল সিপিএম এবং সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০৭:২৫
Share:

প্রতীকী ছবি।

কার্যত লকডাউনের বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়ে স্বল্পসংখ্যক কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি দফতর খুলছে আজ, বুধবার থেকে। খুলছে শপিং মল, রেস্তোরাঁ ও বার খোলা রাখার সময়সীমাও বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের কাজে পৌঁছনোর সুরাহা করতে কোভিড বিধি মেনে গণপরিবহণ চালু করার দাবি তুলল সিপিএম এবং সিপিআই (এম-এল) লিবারেশন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, ‘‘ধরে নেওয়া যাক, যাঁদের নিজেদের গাড়ি আছে, শুধু তাঁরাই না হয় রেস্তোরাঁ বা মলে যাবেন। কিন্তু সেখানে যাঁরা কাজ করেন, যাঁরা অন্যান্য কর্মক্ষেত্রে যাবেন, তাঁদের কী হবে? পরিবহণ ব্যবস্থার দায়িত্ব সরকার কী ভাবে অস্বীকার করতে পারে?’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষও দাবি করেছেন, কোভিড বিধি মেনেই লোকাল ট্রেন, বাস, মেট্রো বা অটো চালানোর ব্যবস্থা হোক। স্বল্প আয়ের মানুষের জীবিকা বাঁচানোর সঙ্কটের কথাই তুলে ধরেছেন বাম নেতারা। সেই সঙ্গেই পার্থবাবুর দাবি, সকলের জন্য টিকা নিশ্চিত না করে কর্মস্থল বা অন্যত্র প্রবেশে টিকা থাকা বাধ্যতামূলক করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement