Coronavirus in West Bengal

শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ কেন, ফের প্রশ্ন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ০৮:১০
Share:

ফাইল চিত্র।

রাজ্যে কোভিড-বিধি এবং যাবতীয় সতর্কতা মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ফের সরব হল বামেরা। তাদের বক্তব্য, যাত্রা, সিনেমার শুটিং, জিম, বিয়েবাড়ি, পানশালা সব কিছু চলার অনুমতি সরকার দিলেও স্কুল-কলেজ কেন শুধু বন্ধ থাকবে? সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বুধবার বলেছেন, ‘‘গঙ্গাসাগর মেলা, খেলা, নাচা-গানা সব চলবে আর স্কুল-কলেজ বন্ধ রেখে প্রজন্মকে নষ্ট করে দেওয়া হবে— এটা কি সমর্থনযোগ্য? আন্তর্জাতিক স্তরে বিশেষজ্ঞেরাও বলছেন, স্কুল-কলেজ খোলা রাখাই সমীচীন। মোবাইল ডেটা প্যাকের দাম যে ভাবে বেড়েছে, অনলাইন ক্লাসের জন্য খরচা কি সরকার দেবে? এ ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ড্রপ-আউট বেড়ে যাচ্ছে উদ্বেগজনক ভাবে।’’ এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যও এ দিন দাবি করেছেন, ‘‘টিকাকরণের ব্যবস্থা করে কোভিড-বিধি মেনে সমস্ত স্তরেই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হোক। রাজ্যের একটি লোকসভা কেন্দ্রে যদি ৫৩ হাজারের বেশি নাগরিকের টিকাকরণ সম্ভব হয়, সরকারের সদিচ্ছা থাকলে উপযুক্ত বয়সের পড়ুয়ারাও দ্রুত টিকা পেতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement