Nelson Mandela

Nelson Mandela Garden: ম্যান্ডেলা উদ্যান সংস্কারের দাবি

বিশিষ্ট জনেদের অনেকের সেই অনুষ্ঠানে থাকার কথা। কিন্তু ওই উদ্যান আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ২৩:০৭
Share:

নেলসন ম্যান্ডেলা উদ্যান।

কলকাতায় নেলসন ম্যান্ডেলা উদ্যানের সংস্কার ও পুনঃসৌন্দর্যায়নের জন্য ফের দাবি জানাল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)। ম্যান্ডেলার জন্মদিনের আগে গত বছরও কলকাতা পুরসভার কমিশনারকে এই দাবি জানিয়ে চিঠি দিয়েছিল তারা। বর্ণবাদ-বিরোধী আন্দোলনের কিংবদন্তি ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট ম্যান্ডেলার ১০৫তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আজ, সোমবার মেয়ো রোড ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে ম্যান্ডেলা উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করেছে এআইপিএসও। বিশিষ্ট জনেদের অনেকের সেই অনুষ্ঠানে থাকার কথা। কিন্তু ওই উদ্যান আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে। এআইপিএসও নেতৃত্বের বক্তব্য, ম্যান্ডেলার স্মৃতিতে উৎসর্গীকৃত উদ্যানের এমন অবস্থা কাঙ্খিত নয়, কলকাতা শহর তথা রাজ্যের ভাবমূর্তির পক্ষেও ভাল নয়। সংগঠনের তরফে বিষয়টি নিয়ে কলকাতার মেয়রের পাশাপাশি পুরসভার উদ্যান ও বাগিচা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদকেও চিঠি দেওয়া হয়েছে। এআইপিএসও-র দাবি, ম্যান্ডেলা উদ্যানকে আবর্জনা-মুক্ত করে সেখানে সংশ্লিষ্ট তথ্য দিয়ে একটি ধাতব ফলক বসানো হোক। স্থাপন করা হোক ম্যান্ডেলার প্রতিকৃতি বা মূর্তিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement