কলকাতা বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধর্মীয় বেদী প্রতিষ্ঠার প্রতিবাদে শুক্রবার কলেজ স্ট্রিটে মিছিল করল ডিএসও এবং ‘ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন’। মিছিলের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রতিবাদপত্র দিতে যান ওই দুই সংগঠনের কর্মীরা। কিন্তু উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ওই প্রতিবাদপত্র জমা দেন তাঁরা। ডিএসও-র কলকাতা জেলা সম্পাদক আবু সাঈদ এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ধর্মীয় বেদী স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য এবং গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হবে। অবিলম্বে ওই বেদী স্থানান্তরিত করে তার জায়গায় মানবতাবাদী মনীষীদের মূর্তি স্থাপন করা হোক।’’