ছবি: সংগৃহীত।
বীরভূমের ডেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কাজ শুরু করা যাবে না এবং জোর করতে গেলে গোলমাল বাধবে বলে সরকারকে সতর্ক করে দিলেন বীরভূম আদিবাসী গাঁওতার সম্পাদক সুনীল সোরেন এবং ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী। তাঁদের বক্তব্য, ওই এলাকার মানুষকে এখনও প্রকল্প সম্পর্কে ভাল ভাবে জানানো হয়নি। প্রকল্পের জন্য ৩৪টি জনজাতি গ্রামে উচ্ছেদ করতে হবে। তার জন্য গণ-শুনানির ব্যবস্থা করতে হবে।
পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই প্রকল্পের উদ্বোধন হবে কী ভাবে, সেই প্রশ্ন তুলেছেন সুনীল ও চঞ্চলবাবু। তাঁদের হুঁশিয়ারি, আলোচনা ছাড়া সরকার জোর করতে গেলে গোলমাল বাধতে পারে।