স্কুল নিয়োগের দাবিতে পথে

যোগ্যতা সত্ত্বেও নিয়োগ নেই। পরীক্ষায় পাশ করে বসে আছেন হাজার হাজার কর্মপ্রার্থী। অবিলম্বে তাঁদের নিয়োগের দাবিতে মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা বাঁচাও সমিতি।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:৪১
Share:

যোগ্যতা সত্ত্বেও নিয়োগ নেই। পরীক্ষায় পাশ করে বসে আছেন হাজার হাজার কর্মপ্রার্থী। অবিলম্বে তাঁদের নিয়োগের দাবিতে মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা বাঁচাও সমিতি। কাল, বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। সংগঠনের তরফে শান্তনু মিশ্র জানান, রাজ্যের অধিকাংশ স্কুলেই পড়ুয়া-শিক্ষক অনুপাত খুব খারাপ। শিক্ষক এত কম যে, বহু স্কুলে বিভিন্ন বিষয়ের পঠনপাঠন বন্ধ। অথচ শিক্ষক নিয়োগ নিয়ে উচ্চবাচ্য করছে না সরকার। আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে হবে বলে সংগঠনের পক্ষে দাবি জানান তুলসী মাসান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement