প্রতীকী ছবি।
লকডাউনের মধ্যে ভিন্ রাজ্যের অনেক শ্রমিক ‘দেশে’ চলে গিয়েছেন। তাই অন্য অস্থায়ী শ্রমিক নিয়োগ করে ও বিভিন্ন সুবিধা তাঁদের না দিয়েই চটকল চালানোর ব্যবস্থা করতে সরকারের দ্বারস্থ হয়েছেন মালিক পক্ষ। এই বিষয়ে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইউটিইউসি অনুমোদিত বেঙ্গল প্রভিন্সিয়াল চটকল মজদুর ইউনিয়ন (বিপিসিএমইউ)। তাদের অভিযোগ, সরকারি নির্দেশ সত্ত্বেও চটকলে শ্রমিকেরা লকডাউনের সময়ে পূর্ণ মজুরি পাননি। এখন নিয়ম-বিধি না মেনেই মুনাফা বাড়ানোর চেষ্টা চলছে। চটকলে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চেয়েছে ওই সংগঠন।