—প্রতিনিধিত্বমূলক ছবি।
শারদ-মরসুমে গৃহ-সহায়িকাদের পুজো বোনাস ও সবেতন ছুটি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়ন। রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রম কমিশনারকেও একই দাবিতে চিঠি দিয়েছে তারা। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষেরা গৃহ-সহায়িকাদের জন্য সরকারের কাছে নির্দিষ্ট পরিমাণ উৎসব ভাতা এবং রেশনের মাধ্যমে ১০ কিলোগ্রাম খাদ্যশস্য, চিনি, ভোজ্য তেল দেওয়ার আর্জি জানিয়েছেন। শারদ উৎসবের আগে সরকার ঘোষণা-পত্র প্রকাশ করে যাতে গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের তাঁদের গৃহ-সহায়িকা ও সহায়কদের প্রতি মাসের বেতনের সমান বোনাস এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবেতন ছুটি দেওয়ার কথা বলে, সেই আবেদনও করেছে ওই সংগঠনটি।