অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।
অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারবে কি না, তা নিয়ে ফয়সালা ফের পিছিয়ে গেল। অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল এ বার দিল্লি হাই কোর্টের কোন বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন তুললেন। বিচারপতি তা মেনে নেওয়ায় সোমবার শুনানি হবে অন্য বেঞ্চেই।
গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতকে আসানসোল জেল থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করার আর্জি জানিয়েছিল ইডি। তার বিরুদ্ধে অনুব্রতের তরফে দিল্লি হাই কোর্টে মামলা করা হয়। আজ অনুব্রতের আইনজীবী সিব্বল দিল্লি হাই কোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির বেঞ্চে যুক্তি দেন, রাউস অ্যাভিনিউ কোর্টের আওতার মধ্যেই বিষয়টি পড়ে না। কারণ অপরাধের অভিযোগ পশ্চিমবঙ্গে। একই সঙ্গে, সেহগাল হোসেন, বিকাশ মিশ্রের গরু পাচার বিষয়ে মামলা বিচারপতি জসমিত সিংহের বেঞ্চে ঝুলে রয়েছে বলে জানিয়ে সিব্বল যুক্তি দেন, একই বেঞ্চে যাবতীয় মামলার শুনানি হওয়া উচিত।
অনুব্রতের দেহরক্ষী সেহগাল হোসেনও রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন। কিন্তু হাই কোর্ট তার জন্য সেহগালকে দিল্লিতে এনে ইডির জিজ্ঞাসাবাদে বাধা দেয়নি। জিজ্ঞাসাবাদের পরে সেহগাল এখন দিল্লির তিহাড় জেলে। ফলে ওই মামলা নিষ্ফলা হয়ে গিয়েছে বলে সেহগালের আইনজীবীরা আজ তা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু সিব্বলের যুক্তি শুনে বিচারপতি খাম্বানি বলেন, বিচারপতি জসমিত সিংহের বেঞ্চেই অনুব্রতের মামলা-সহ গরু পাচার সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হওয়া উচিত। আগামী সোমবার শুনানি হবে বলে ঠিক হয়েছে।