ধৃত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। ছবি: সংগৃহীত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই ‘জমি দখলের’ অভিযোগে গ্রেফতার শিলিগুড়ির ‘দাপুটে’ তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। দলীয় সূত্রে খবর, দেবাশিস শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।
মমতার ধমকের জেরে শিলিগুড়ি শহরে সরকারি জমি ‘জবরদখলমুক্ত’ করতে মাঠে নেমেছে প্রশাসন। এ বার ধরপাকড়ও শুরু হল! বুধবার গ্রেফতার করা হল ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিসকে। তাঁকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ‘স্পেশ্যাল অপারেশন গ্রুপ’ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত ঘটনায় বুধবারই দেবাশিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জনৈক বিমল রায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ছাড়াও আরও দু’জনকে আটক করেছে এনজেপি থানার পুলিশ। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি থানায় আনা হয়েছে।