অশোক কুমার রায় এবং দেবাঞ্জন দেব।
জাল টিকা-কাণ্ডে গ্রেফতার করা হল আরও এক ব্যক্তিকে। অভিযুক্ত দেবাঞ্জন দেবকে কসবায় অফিস ভাড়া দিয়েছিলেন অশোককুমার রায় নামে এক ব্যক্তি। বুধবার রাতে তাঁকে বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
অশোকের নাম পুলিশের তদন্তে অবশ্য আগেই উঠে এসেছিল। তদন্তকারী অফিসারেরা জানতে পেরেছেন, বাড়ি ভাড়া হিসেবে মাস গেলে অশোককে ৬৫ হাজার টাকা দিতেন দেবাঞ্জন। জেরায় দেবাঞ্জন নিজেই সে কথা জানিয়েছিলেন। তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে পুলিশ। অশোকের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ৫০ জন কসবার ওই ভুয়ো টিকা শিবির থেকেই টিকা নিয়েছিলেন। পুলিশের ধারণা, অশোক যেহেতু দেবাঞ্জনকে বাড়ি ভাড়া দিয়েছিলেন, ফলে দেবাঞ্জনের কাজকর্মের ব্যাপারে তিনিও নিশ্চয়ই কিছু না কিছু জানেন।
পুলিশ সূত্রে খবর, অশোককে বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে।