Coronavirus in West Bengal

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ওয়ার্ডের উদ্বোধন করলেন দেব

নিজের কার্যালয়ে এসে আগে কর্মীদের সঙ্গে কথা বলেন দেব। করোনা পরিস্থিতি এবং ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়েও খবরাখবর নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০০:১৯
Share:

নিজস্ব চিত্র।

সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০ শয্যার কোভিড ওয়ার্ডের উদ্বোধন করলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীর, জেলা শাসক রশ্মি কোমল এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।

Advertisement

নিজের কার্যালয়ে এসে আগে কর্মীদের সঙ্গে কথা বলেন দেব। করোনা পরিস্থিতি এবং ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়েও খবরাখবর নেন। তার পরই কোভিড ওয়ার্ডে উদ্ধোধনে যান। সাংসদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, তা করেছেন। আবার ভোটে জিতেছেন। এ বারও যা বলেছিলেন, তাই করবেন। অক্সিজেনের ঘাটতি শুরুতে অনেকটাই ছিল। এখন তা কমেছে। বাংলার মেয়ে হিসেবে ভোট জিতেছেন, তিনি বাংলার মেয়ে হয়ে থাকবেন।’’

পরে মেদিনীপুর সার্কিট হাউসে আসেন সাংসদ দেব। সেখানে জেলা শাসকের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনাও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement