dead body

হাবরায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১০:২০
Share:

নিজস্ব চিত্র।

ভোটের দিন সকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবরা থানা এলাকায়।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হাবরার কৈপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দারা পুকুরের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হাবরা থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। তবে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement