Raj Chakrabarty

Bengal Polls: ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’, অভিযোগ বিজেপি-র দিকে

ব্যারাকপুর কেন্দ্রে রাজের বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী চন্দ্রমণি শুক্ল। কয়েক মাস আগে যাঁর ছেলে মণীশ শুক্ল খুন হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১০:১৫
Share:

ফাইল চিত্র

ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই কেন্দ্রে ভোট চলছে। সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী। লালকুঠিতেও ভোট প্রক্রিয়া পরিদর্শনে গিয়েছিলেন রাজ। অভিযোগ, সেখানেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। বিজেপি সমর্থকদের পাল্টা অভিযোগ, ব্যারাকপুরে তাঁদের পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ বলেছেন, ‘‘আমি চাই শান্তিতে ভোট হোক। সব দলকেই আমি সেই কথা বলেছি।’’

Advertisement

নিজের কেন্দ্রে প্রচার শেষ করার পর প্রথম বার নির্বাচনের লড়াইয়ে নামা রাজ চক্রবর্তীকে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে। তিনি বলেন, ‘‘আমি এলাকার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছি। এটা আমার কাছে একেবারে নতুন জগৎ। লড়াইটা কঠিন, তবে আমার বিশ্বাস ৩০- ২৫ হাজার ভোটে জিতব।’’

Advertisement

ব্যারাকপুর কেন্দ্রে রাজের বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী চন্দ্রমণি শুক্ল। কয়েক মাস আগে যাঁর ছেলে মণীশ শুক্ল খুন হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement