Corona

হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ, বনগাঁয় বাড়িতে মৃত্যু বৃদ্ধের, দেহ পড়ে ১২ ঘণ্টা

কমলেশের মৃত্যুর পর নতুন করে বিপত্তি দেখা দেয়। বুধবার রাত থেকে তাঁর দেহ বাড়িতেই পড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদতাতা

বনগাঁ শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৭:৫৪
Share:

এই বাড়িতেই দেহ পড়ে বলে অভিযোগ। নিজস্ব চিত্র

হাসপাতালে শয্যা না পেয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। এমনকি বাড়িতে ওই বৃদ্ধের দেহ ১২ ঘণ্টার বেশ সময় ধরে পড়ে রয়েছে বলেও দাবি করেছে পরিবার। বিষয়টি পঞ্চায়েতে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের।

Advertisement

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বনগাঁর কালুপুরের উত্তরপাড়ার বাসিন্দা কমলেশ বিশ্বাস কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর কোভিড পরীক্ষা হয়েছিল। তবে তার রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। বুধবার রাতে কমলেশের শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে শয্যা না থাকার কমলেশকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরিবারের দাবি, বুধবার রাত ১ টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

কমলেশের মৃত্যুর পর নতুন করে বিপত্তি দেখা দেয়। বুধবার রাত থেকে তাঁর দেহ বাড়িতেই পড়ে রয়েছে। পঞ্চায়েতে বিষয়টি জানানো হলেও, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে উৎকণ্ঠায় রয়েছে কমলেশের পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement