West Bengal News

মাছ সংরক্ষণের ফ্রিজার থেকে উদ্ধার দেহ! চাঞ্চল্য হাওড়া মাছ বাজারে, আটক এক

রবিবার রাতে হাওড়ার পাইকারি মাছ বাজারে কালীপুজোর সময় দু’জনকেই শেষ দেখা গিয়েছিল। তাদের মদ্যপান করতেও দেখেছিলেন বলে পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৯:০৬
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

মাছ সংরক্ষণের ফ্রিজারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়া পাইকারি মাছ বাজারে। খুন করে ওই যুবকের দেহ ফ্রিজারে রেখে যায় আততায়ী। মৃতের নাম ছোটন রাই। ওই ঘটনায় সুরেন্দ্র সিংহ নামে এক ব্যক্তিকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ। মাছ বাজারে দু’জনেই মালবাহকের কাজ করত।

Advertisement

রবিবার রাতে হাওড়ার পাইকারি মাছ বাজারে কালীপুজোর সময় দু’জনকেই শেষ দেখা গিয়েছিল। তাদের মদ্যপান করতেও দেখেছিলেন বলে পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন। সোমবার সকালে আড়তদার সুনীল সিংহ দোকান খুলতে এসে ফ্রিজারে ছোটনের দেহ দেখে চমকে ওঠেন। খবর দেন গোলাবাড়ি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। সুরেন্দ্রকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের সময় বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তদন্তকারীদের অনুমান, আরও কেউ ওই ঘটনায় জড়িত থাকতে পারে। কী কারণে ছোটন খুন হলেন, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানা।

‘বিহার ফিশ কোম্পানি’-এর মালিক সুনীল সিংহকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই খুনের ঘটনায় হাওড়া পাইকারি বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ছোটনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রায় নিশ্চিত এই ঘটনায় সুরেন্দ্র জড়িত।

Advertisement

আরও পডু়ন: বেহালা শীলপাড়ায় তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই

আরও পড়ুন: সুড়ঙ্গে সাড়া নেই সুজিতের, চলছে উদ্ধারকাজ, লাগতে পারে আরও ১০-১২ ঘণ্টা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement