অ্যাপের সাহায্যে জানা যাবে যে কোনও মোবাইল গ্রাহকে নাম, ঠিকানা আর অবস্থান। কেবল মোবাইল নম্বরটি দিতে হবে। এমন লোভনীয় টোপে একটি ফ্রি অ্যাপ ডাউনলোড করেছিল অরিন্তিকা। হদিসও মিলছিল বন্ধুবান্ধবদের। তার পর এক দিন কলেজের এক বান্ধবী তাকে জানায়, একটি পর্নোগ্রাফিক সাইটে অরিন্তিকার একটি আপত্তিকর ছবি রয়েছে। সিআইডি-র কাছে অভিযোগে অরিন্তিকা জানিয়েছিল, ছবিটি ভুয়ো নয়। বাড়ির বাথরুমে সে নিজেই ও রকম ভাবে ‘সেলফি’ তুলেছিল। তবে কাউকে পাঠায়নি। পরে ডিলিটও করে দেয় ছবিটি। তদন্তের পরে সিআইডি তাকে জানায়, আসলে ওই ফ্রি অ্যাপটির জন্যই এমন বিপত্তি। অন্যের তথ্য জানার লোভে পা দিয়ে অরিন্তিকার মোবাইলের ‘ব্যক্তিগত’ তথ্য চলে গিয়েছে তৃতীয় কোনও ব্যক্তির কাছে।
অ্যাপস কবচ
• অ্যাপসটি ঠিক কোন কাজ করে, যাচাই করে নিন।
• নামী স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করুন।
• ডাউনলোডের আগে ‘ভিউ’ ক্লিক করে অ্যাপ সম্পর্কে অন্যদের কমেন্ট জেনে নিন।
• অ্যাপ ‘আন-ইনস্টল’ করা সত্ত্বেও থেকে যেতে পারে ফোনে। যাচাই করে নিন।
• ফোনে রাখুন অ্যান্টি ভাইরাস।
ঘরে বাইরে সম্পর্কে আপনার মতামত জানাতে চাইলে
আমাদের ইমেল করুন district@abp.in-এ।