Full Tide

বাঁধ ভেঙে বিপত্তি কিছু এলাকায়

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার বহু মানুষের পরিস্থিতি অবশ্য খারাপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৩:২৭
Share:

মাটির বাঁধ ভেঙে প্লাবিত ঘোড়ামারা দ্বীপ। ছবি: দিলীপ নস্কর

পূর্ণিমার ভরা কোটালে বিপদ যতটা হতে পারে ভাবা গিয়েছিল, তেমনটা হয়নি। দক্ষিণ ২৪ পরগনার বেশির ভাগ বাঁধই অটুট। তবে রায়দিঘি এবং সাগরের ঘোড়ামারায় কিছু অংশে মাটির বাঁধ জলে ধুয়ে গিয়েছে। এখনও কিছু এলাকা জলমগ্ন। উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালিতে কোটালের জলে কিছু জায়গায় বাঁধ ভেঙেছিল শনিবার। রবিবার দুই জেলার কোথাও নতুন করে বাঁধ ভাঙার খবর মেলেনি। কিছু কিছু এলাকায় মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সেচ দফতর। রবিবার হিঙ্গলগঞ্জে এসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‘যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে।’’

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার বহু মানুষের পরিস্থিতি অবশ্য খারাপ। লোহাচড়া ও হাটকোলা গ্রামের কাছে হুগলি নদী বাঁধ ভেঙে নোনা জলে ঢুকে ক্ষতি হয়েছে বেশ কিছু পান বরজ, কৃষি জমি ও মাছের পুকুরের। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে একটু একটু করে নদী বাঁধ ভেঙে এগিয়ে আসছে গ্রামের দিকে। অনেকেরই বাড়িঘর, জমি পুকুর তলিয়ে গেছে নদীতে। কাকদ্বীপ সাব ডিভিশনের সেচ দফতরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র কল্যাণ দে বলেন, ‘‘ওই এলাকায় চারটি জায়গা মিলিয়ে প্রায় ২ কিলোমিটার রিং বাঁধ তৈরি করা হচ্ছে। আমাদের কাজের কোনও জায়গা থেকে জল ঢোকেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement