COVID-19

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বাড়ল, সক্রিয় রোগী ছাড়াল সাড়ে ৮০০

এই মুহূর্তে রাজ্যে ৮৬৬ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে ৮৪৪ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২২:০২
Share:

ফাইল চিত্র।

রাজ্য জুড়ে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। যদিও সংক্রমণের দৈনিক হার নিম্নমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন। সংক্রমণের দৈনিক হার নিম্নমুখী হয়ে ১.৮৫ শতাংশে দাঁড়িয়েছে। সোমবারের বুলেটিনে তা ছিল ২.৪৫ শতাংশে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬৬ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে ৮৪৪ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৩,৫৮২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement