Cyclone Amphan

আমপানে ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটির বেশি, কেন্দ্রকে জানাল রাজ্য

শনিবার নবান্নে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠক করে ১৬টি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির তথ্য দেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা  

শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ০৪:০৬
Share:

জলবন্দি: ডাঁসা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হাসনাবাদের পশ্চিম ঘুনি দাসপাড়া। ছবি: নবেন্দু ঘোষ

আমপানের প্রভাবে রাজ্যে ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাল রাজ্য সরকার। শনিবার নবান্নে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠক করে ১৬টি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির তথ্য দেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। বৈঠকে ছিলেন প্রায় সব গুরুত্বপূর্ণ দফতরের কর্তারা।

Advertisement

বুলবুলের ক্ষয়ক্ষতির পরে ২৩ হাজার কোটি টাকার মতো ক্ষতিপূরণের দাবি করেছিল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনিক সূত্রের দাবি, তার মধ্যে কমবেশি এক হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় দল শুক্রবার দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে। শনিবার বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে কথা বলে দল যায় নবান্নে। সেখানে প্রায় এক ঘণ্টা আলোচনার পরে প্রশাসনিক সূত্রের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে। রাজ্যের বর্ণনার সঙ্গে প্রাথমিক ভাবে সহমত পোষণ করেছে কেন্দ্রীয় দল। এ বার রাজ্যের তথ্যের পাশাপাশি নিজেদের পর্যবেক্ষণ অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে দল। রাজ্য সরকারও বৈঠকে পেশ করা তথ্যের উপর রিপোর্ট তৈরি করে পাঠাবে কেন্দ্রকে। তার পরেই ক্ষতিপূরণের চূড়ান্ত অঙ্ক এবং তা দেওয়ার পদ্ধতি স্থির করবে কেন্দ্র।

Advertisement

আরও পড়ুন: ধুয়ে গেল কাঁচামাটি, ফের কোটালে ভাসল কিছু গ্রাম

আমপানের পরে কেন্দ্র অগ্রিম হিসেবে রাজ্যকে এক হাজার কোটি টাকা দিয়েছিল। তবে আমপান-তাণ্ডবে ক্ষতির অঙ্ক অগ্রিমের চেয়ে অনেক বেশি বলে প্রথম থেকেই বলছে রাজ্য। সেই কারণে ৬৩০০ কোটি টাকার বেশি অর্থ ক্ষতিপূরণ এবং পুনর্গঠনে বরাদ্দ করেছে রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement