—ফাইল চিত্র।
প্রায় একশো শতাংশ ক্ষেত্রে আমপান-ক্ষতিপূরণের টাকা লোকে পেয়ে গিয়েছে বলে বুধবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ বিলি নিয়ে চলতি বিতর্কের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, অন্যায্য কোনও কাজ বরদাস্ত করবে না সরকার। ‘একটু আধটু’ ভুলের কারণেই স্বল্প সংখ্যক মানুষ ক্ষতিপূরণের টাকা পাননি বলেই মনে করছে সরকার।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমপান থেকে শুরু করে পরবর্তী বন্যা আসছে। যারা এখনও বঞ্চিত হয়েছে, বেশি নয়, অল্প কিছু আছে, তাদের ন্যায্য দিয়ে দিন। কিছু লোক আছে সারাক্ষণই কাজকর্ম নেই, সরকারের ভাল কাজ চোখে দেখতে পায় না। ৯৯ শতাংশ জায়গায় লোকে পেয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে করতে গিয়ে কোথাও কোথাও একটু-আধটু ভুল হয়েছে কারও কারও জন্য। সেটাকেও ডিএম-দের বলা হয়েছে, দেখে নিয়ে আসল কেস থাকলে করে দিতে। এখানে সমঝোতা করা হবে না।‘’
আমপানে বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে মালিককে ২০ হাজার টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা। অভিযোগ, অনেক ক্ষেত্রেই প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। সেই পেয়েছেন কিছু 'ভুয়ো’ ক্ষতিগ্রস্ত। এজন্য কিছু লোককে দল থেকে বহিষ্কারও করেছে তৃণমূল। মমতা এ দিন বলেন, “অনেক কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছে। কাউকে বঞ্চিত করার কারও অথরিটি নেই। তবে কোনও কোনও রাজনৈতিক দল এটাকে নিয়ে একটু বেশি রাজনীতি করছে। নিজেদের দিকে তাকান। আমরা থাকতে অন্যায় করতে দিইনি, চেষ্টা করব না-করার।’’ কোভিড-চিকিৎসার ক্ষেত্রেও হাসপাতালে শয্যা না-পাওয়ার, চিকিৎসা না-পাওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর সমালোচনা, “একটা লোক হয়তো কোনও জায়গায় ওষুধ পেল না, সেটা নিয়ে সারাক্ষণ চিৎকার করছে, ওষুধ পেল না বলে। দয়া করে সঙ্কট তৈরি করবেন না। মানুষকে আতঙ্কিত করবেন না। কখনও বলেন বেড নেই, কখনও বলেন মেডিসিন নেই, কখনও বলেন অক্সিজেন নেই। মানুষ এমনিতেই চিন্তিত-শঙ্কিত, তার মধ্যে আর এ সব করবেন না।’’