Cyclone Amphan

দিলীপের দাবি

বাঁধ সহ যে সব পুনর্গঠনের কাজ করার কথা ছিল তা-ও ঠিক মতো হয়নি। তাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২০ ০৩:১৪
Share:

ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ‘আমপান’ বিধ্বস্ত এলাকা ঘুরে কলকাতা ছাড়ার আগে তাঁর হাতে চিঠি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করলেন, কেন্দ্রীয় সহায়তার টাকা যেন সরাসরি মানুষের অ্যাকাউন্টে চলে যায়। তাঁর বক্তব্য, বাম সরকারের আমলে ‘আয়লা’য় এবং পরবর্তীতে ‘বুলবুলে’র সময় কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে তা মানুষের হাতে পৌঁছয়নি। বাঁধ সহ যে সব পুনর্গঠনের কাজ করার কথা ছিল তা-ও ঠিক মতো হয়নি। তাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

Advertisement

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘যখন দু’জন বড় নেতা একসঙ্গে পদক্ষেপ করেন বা কর্মসূচি নেন, তখন নীচু তলার নেতাদের কোনও কথা বলতে নেই। এটা অনধিকার চর্চা। এটা সহবত নয়। দিলীপবাবু সেটা জানেন না। সেই জন্য উল্টোপাল্টা বলছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement