Congress

কংগ্রেসের দাবি বিদ্যুৎ বিলে ছাড়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সিইএসসি-কে দায়িত্ব দেওয়া হয়েছিল বাম জমানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০২:২৪
Share:

ছবি: পিটিআই।

দুর্যোগের সময়ে সিইএসসি যাতে গ্রাহকদের অন্তত তিন মাসের বিদ্যুৎ বিল ছাড় দেয়, তার জন্য নির্দেশ দিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবি জানাল কংগ্রেস। ঘূর্ণিঝড় ‘আমপান’-এর পরে পরিস্থিতি সামাল দিয়ে বিদ্যুৎ সংযোগ ফেরানোর ক্ষেত্রে ওই বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন একাধিক মন্ত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সিইএসসি-কে দায়িত্ব দেওয়া হয়েছিল বাম জমানায়। এই প্রেক্ষিতেই বুধবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘তা হলে ৯ বছর মুখ্যমন্ত্রী ওদের বিদ্যুতে একচেটিয়া কারবার চালাতে দিয়েছেন কেন? এখন অন্তত ওদের নির্দেশ দিয়ে বলুন গ্রাহকদের তিন মাসের বিল মকুব করতে এবং যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে।’’ লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিক-সহ নানা বিষয়েই কেন্দ্র ও রাজ্যের শাসক পক্ষ নিজেদের রাজনীতির কথা ভাবছে এবং তাতে মানুষের দুর্দশা বেড়ে চলেছে বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement