অম্বিকেশ মহাপাত্র। —ফাইল চিত্র।
কার্টুন-কাণ্ডে ২০১২ সালের এপ্রিলে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু রয়েছে এখনও। যদিও তথ্যপ্রযুক্তি আইনের যে ৬৬এ ধারায় তাঁর বিরুদ্ধে চার্জশিট হয়েছিল, তা ২০১৫ সালে সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে। আলিপুর পুলিশ কোর্টে সিজেএম-এর ঘরে শুক্রবার শুনানি ছিল কার্টুন-মামলার। ওই মামলায় সহ-অভিযুক্ত সুব্রত সেনগুপ্ত গত বছর প্রয়াত হয়েছেন। অম্বিকেশবাবুর সঙ্গে এ দিন হাজির ছিলেন ‘আক্রান্ত আমরা’র একটি প্রতিনিধিদল। অম্বিকেশবাবু বলেন, ‘‘বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার কথা হয়তো বলা হবে। কিন্তু বিচারে বিলম্ব মানে তো অবিচার।’’ কত দিন হয়রানি চলবে, প্রশ্ন তুলেছে ‘আক্রান্ত আমরা’। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ মার্চ।