DYFI

শক্তি পরীক্ষায় এ বার উত্তরের মাঠে মীনাক্ষীরা

২৮ মার্চ ‘উত্তরকন্যা অভিযান’ করে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন করতে চাইছে সিপিএমের যুব সংগঠন। নেতৃত্বে থাকবেন দলের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৫:২৮
Share:
এসএফআইয়ের ‘অধিকার মিছিল’ থেকে ব্রিগেড সমাবেশের প্রচার-পত্র।

এসএফআইয়ের ‘অধিকার মিছিল’ থেকে ব্রিগেড সমাবেশের প্রচার-পত্র। —নিজস্ব চিত্র।

কয়েক বছর ধরেই উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি। রাজ্যে গত বছর লোকসভা নির্বাচনে আসন-সংখ্যা কমে গেলেও উত্তরে তুলনামূলক ভাবে ভাল ফল করেছে বিজেপি। আর তার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে কোণঠাসা হয়েছে বামেরা। এমতাবস্থায় এ বার ২৮ মার্চ ‘উত্তরকন্যা অভিযান’ করে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন করতে চাইছে সিপিএমের যুব সংগঠন। নেতৃত্বে থাকবেন দলের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

Advertisement

বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগের বছরে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। কৃষক, খেতমজুর, শ্রমিক ও বস্তি সংগঠনের ডাকে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে। শ্রেণিভিত্তিক সংগঠনকে সামনে রেখে এমন আয়োজন সাম্প্রতিক কালে হয়নি। ব্রিগেডের প্রস্তুতির জন্য এখন রাজ্য জুড়ে প্রচার চলছে। তারই মধ্যে ২৮ তারিখ, ‘বেকাত্ব-বিরোধী দিবস’ উপলক্ষে উত্তরবঙ্গে বড় কর্মসূচি নিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। তার জন্য আলাদা প্রস্তুতিও চলছে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষীর কথায়, ‘‘পরিকল্পনা করেই উত্তরবঙ্গে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’ উত্তরবঙ্গে বসেই তাঁদের ভাবনা-চিন্তার কথা ব্যাখ্যা করতে চান মীনাক্ষীরা।

তবে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘শুধু কলকাতায় আবদ্ধ না থেকে নানা জায়গায় আন্দোলন, কর্মসূচি ছড়িয়ে দিতে চাইছি আমরা। সেই জন্যই এ বার উত্তরবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। আগেও অবশ্য ‘উত্তরকন্যা অভিযান’ হয়েছে।’’ সিপিএম সূত্রের ব্যাখ্যা, কলকাতায় বড় কর্মসূচি হলে শেষ দিকে প্রচারের অভিমুখ থাকে পার্শ্ববর্তী জেলায়। শিলিগুড়ির প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’কে ঘিরে যুবদের এ বারের কর্মসূচির জন্য কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠনকে মাঠে নামানো যাচ্ছে। যেখানে বামেদের সংগঠন সাম্প্রতিক কালে ঝিমিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপির সঙ্গেও যেখানে বামেদের টক্কর নিতে হবে।

Advertisement

যুব সংগঠন উত্তরের পথে নামার আগে মঙ্গলবার কলকাতার রাস্তায় ‘অধিকার মিছিল’ করেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, লেখাপড়া ও মত প্রকাশের অধিকার, নিরাপত্তার দাবিতে যাদবপুর ৮বি মোড় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলে ছিলেন মালিনী ভট্টাচার্য, এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রমুখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রতিবাদের পাশাপাশি ব্রিগেড সমাবেশের প্রচারপত্র প্রকাশ করা হয়েছে মিছিল থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement