Immigrants Arrested

নদিয়ায় আবার গ্রেফতার তিন বাংলাদেশি, বিশেষ অভিযানে পাকড়াও

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনের ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট বিচারবিভাগীয় আদালতে হাজির করানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২৩:৩৬
Share:
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তিন বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম জাফর মিয়া, কাজি আকাশ ও কাজি মনিরুল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গাংনাপুর থানার বিশেষ দল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। তিন জনের আচরণে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। জেরায় তাঁরা বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তাঁদের কাছে ভারতীয় কোনও পরিচয়পত্র বা বৈধ নথি না থাকায় গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনের ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট বিচারবিভাগীয় আদালতে হাজির করানো হয়েছিল। গত কয়েক মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০-রও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, বাংলাদেশের পরিস্থিতির জেরে ভারত-বাংলাদেশ সীমান্ত ফাঁকি দিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। তবে লাগাতার অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি করেছেন এক উচ্চপদস্থ আধিকারিক। তাঁর কথায়, ‘‘অবৈধ অনুপ্রবেশ রোধে বিশেষ দল সক্রিয় রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement