নবদ্বীপের ঘটনায় ধৃত দুই। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে মাঝগঙ্গা থেকে পাঁচ বছরের শিশুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল নবদ্বীপে। এই ঘটনায় শিশুটির সৎদাদা সুমন দত্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বয়স ১৯ বছর। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবকের বাবা তথা শিশুটির মায়ের প্রথম পক্ষের স্বামী মোহন দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির খোঁজে নবদ্বীপ থেকে শান্তিপুর পর্যন্ত তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা দফতরের দল। শনিবার এই কাণ্ড ঘটেছে। মনে করা হচ্ছে, সে আর বেঁচে নেই। কিন্তু এখনও শিশুটির দেহ মেলেনি। অন্য দিকে, বুধবার রাতে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমনকে। বৃহস্পতিবার ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে নবদ্বীপ আদালতে আবেদন জানানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মৃত শিশুটির মায়ের প্রথম পক্ষের সন্তান।
শনিবার রাতে জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে নবদ্বীপ ব্লকের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের পাঁচ বছরের পুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরোন সৎদাদা সুমন। ভাইকে তিনি নবদ্বীপ নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু নৌকা নবদ্বীপ বড়ালঘাটে আসার মুখে সুমন তাঁর সৎভাইকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। এ বার সুমনকে গ্রেফতার করল তারা।