আনিস কান্ডে বিচার চেয়ে সিপিএম যুব ও ছাত্রদের মিছিল।
ছাত্র-নেতা আনিস খানের মৃত্যুর ‘বিচার’ চেয়ে ফের পথে নামল সিপিএমের যুব ও ছাত্রেরা। মৌলালি থেকে বুধবার বালিগঞ্জ পর্যন্ত মিছিল করল দলের যুব ও ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই। মিছিল থেকে বাম যুব ও ছাত্র নেতারা দাবি তুলেছেন, আনিস-কাণ্ডে অভিযুক্ত ওসি-কে গ্রেফতার করতে হবে। ছুটিতে পাঠিয়ে রাখলে হবে না। নইলে মানুষ এই সরকারকেই ছুটিতে পাঠিয়ে দেবে! আর এক ছাত্র-নেতা সুদীপ্ত গুপ্তের ‘শহিদ দিবস’ উপলক্ষে আগামী ২ এপ্রিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্র সমাবেশের আয়োজন করছে এসএফআই। সেই সমাবেশে থাকার কথা হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী গবেষক রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলার। হাওড়ায় আমতায় আনিসের বাড়িতে আজ, বৃহস্পতিবার যাওয়ার কথা সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও দলীয় নেতৃত্বের। অন্য দিকে, আজই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে নোনাপুকুর থেকে ব্রাইট স্ট্রিট পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে থাকার কথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখের।