তমলুকে চেনা পথে সিপিএম

তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে চেনা ছকেই লড়তে চায় সিপিএম। প্রস্তুতি শুরু করে তাঁদের এই মনোভাবের কথা আলিমুদ্দিনকে জানিয়ে দিয়েছেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব।

Advertisement
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮
Share:

তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে চেনা ছকেই লড়তে চায় সিপিএম। প্রস্তুতি শুরু করে তাঁদের এই মনোভাবের কথা আলিমুদ্দিনকে জানিয়ে দিয়েছেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী হয়ে সাংসদ পদ ছেড়ে দেওয়ায় ওই আসনে উপনির্বাচন আসন্ন। উপনির্বাচনে সরাসরি দলীয় প্রতীকে চেনা প্রার্থীকে সামনে রেখেই লড়তে চাইছে জেলা সিপিএম। বিধানসভা ভোটে অবশ্য কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ছিল। তারপরে সিপিএমের পলিটব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা এখন চলবে না। তাই সমঝোতার জট নিয়ে মাথা না ঘামিয়ে ঘর গুছিয়ে রাখতে চাইছেন জেলা নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement